শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: কাফনের কাপড় পরে গণমিছিল কারিগরি শিক্ষার্থীদের      সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিল রাশিয়া      টালমাটাল নিত্যপণ্যের বাজার      ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩৮      হাইব্রিডে অতিষ্ঠ বিএনপি      রফতানি ঝুঁকিতে বাংলাদেশ      হরিয়ানায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ      
গ্রামবাংলা
অনিয়ম-দুর্নীতির অভিযোগ
মৌলভীবাজারে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১১:৩১ পিএম  (ভিজিটর : ১১৪)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে কয়েকশ  শিক্ষার্থী ও অভিভাকরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৫ সালে রাশেদা বেগম প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তিনি রাজনৈতিক ছত্রছায়ায় নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। শিক্ষার্থীদের দাবি, রাশেদা বেগম বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, ছাত্রীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন, অনিয়মিত বেতন আদায়সহ একক ক্ষমতাবলে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের মতো গুরুতর অভিযোগে জড়িত।

একাধিক শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক রাশেদা বেগম কোনো রশিদ ছাড়া হাতে হাতে নগদ টাকা নিয়ে থাকেন। রশিদ চাইলে তিনি ধমক দিয়ে অফিস থেকে বের করে দেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিভাবকরা অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ২০১৭ সালে মুন্নী নামে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়, কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই অভিযোগ ধামাচাপা দেওয়া হয়। শাকেরা আক্তার রানী ও খাদিজা আক্তার তন্নী নামের দুই শিক্ষার্থীর ক্ষেত্রেও একই ধরনের নির্যাতনের কথা উল্লেখ করা হয়।

ছাত্রীদের অভিযোগ, প্রধান শিক্ষক স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছেন। এই শিক্ষকরা অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন, আর যারা উপস্থিত থাকেন তাদের পড়ানো শিক্ষার্থীরা বুঝতে পারে না। ফলে বিদ্যালয়ের ফলাফল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে।
 
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। এমন একজন প্রধান শিক্ষকের অধীনে আর পড়তে চাই না, যিনি আমাদের নির্যাতন করেন, দুর্নীতি করেন এবং আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছেন। তারা দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ এবং বিদ্যালয়ে স্বচ্ছ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানান।’

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার জীবননগরে অনার্স পড়ুয়া কিশোরীর আত্মহত্যা
গজারিয়ায় স্বর্ণালংকারসহ দুই লক্ষ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়ায় জঙ্গল থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
প্রভাবশালীরা গিলে খাচ্ছেন হাওরের জমি, হুমকির মুখে জীববৈচিত্র্য
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত ২

সর্বাধিক পঠিত

স্কুলে শিক্ষক থাকলেও, শিক্ষার্থী কেবল কাগজে-কলমে
৫০ বছরের পুরনো পন্টুন নিয়ে গেছে বিআইডব্লিউটিএ
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের আত্মহত্যা
প্রভাবশালীরা গিলে খাচ্ছেন হাওরের জমি, হুমকির মুখে জীববৈচিত্র্য
টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close