মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাকরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৫ সালে রাশেদা বেগম প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তিনি রাজনৈতিক ছত্রছায়ায় নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। শিক্ষার্থীদের দাবি, রাশেদা বেগম বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, ছাত্রীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন, অনিয়মিত বেতন আদায়সহ একক ক্ষমতাবলে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের মতো গুরুতর অভিযোগে জড়িত।
একাধিক শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক রাশেদা বেগম কোনো রশিদ ছাড়া হাতে হাতে নগদ টাকা নিয়ে থাকেন। রশিদ চাইলে তিনি ধমক দিয়ে অফিস থেকে বের করে দেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিভাবকরা অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ২০১৭ সালে মুন্নী নামে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়, কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই অভিযোগ ধামাচাপা দেওয়া হয়। শাকেরা আক্তার রানী ও খাদিজা আক্তার তন্নী নামের দুই শিক্ষার্থীর ক্ষেত্রেও একই ধরনের নির্যাতনের কথা উল্লেখ করা হয়।
ছাত্রীদের অভিযোগ, প্রধান শিক্ষক স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছেন। এই শিক্ষকরা অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন, আর যারা উপস্থিত থাকেন তাদের পড়ানো শিক্ষার্থীরা বুঝতে পারে না। ফলে বিদ্যালয়ের ফলাফল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। এমন একজন প্রধান শিক্ষকের অধীনে আর পড়তে চাই না, যিনি আমাদের নির্যাতন করেন, দুর্নীতি করেন এবং আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছেন। তারা দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ এবং বিদ্যালয়ে স্বচ্ছ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানান।’
কেকে/ এমএস