মুরাদপুর গুলিয়াখালী বিচে জেলে পাড়া রামদাসের ঘর আগুনে পুড়ে নিশ্চিহ্ন যাওয়ায় সেখানে জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।
বুধবার (১৬ এপ্রিল) নির্মাণাধীন ঘর বুঝিয়ে দেওয়ার জন্য সেখানে জামায়াতের একটি প্রতিনিধি দল উপস্থিত হন।
ইউনিয়ন আমীর শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোর্শেদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা সদস্য সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুব উদ্দিন শিবলী।
আরো উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.এড. আশরাফুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ সহ জেলে পাড়ার শতাদিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ উপস্থিত সাধারন সভায় নির্মানাধীন ঘর বুঝিয়ে দেওয়া, এবং কেন্দ্রীয় গনসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতী প্রচারণা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, সৎ,দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে এদেশে কুরআনের শাসন জন্য প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে।
কেকে/এআর