ঢাকার ধামরাইয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি জাহাঙ্গীর আলম (৪৫) ও তার সহযোগী নুরে আলম (৩০) কে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) গোপণ সংবাদের ভিত্তিতে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট এলাকায় অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ তাদের আটক করে করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক মো. নিয়াজ মোর্শেদ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চৌহাট ইউনিয়নের শফিউদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম ও একই ইউনিয়নের বাঙ্গলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নুরে আলম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গ্রেফতারকৃতরা আসামিদ্বয় দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
কেকে/এএস