শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত      অনিয়মে নিমজ্জিত মেঘনা গ্রুপ      যুক্তরাষ্ট্রদোহী আন্দোলনে ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী      সুতার বাজার হারিয়ে দিশাহারা ভারত       কাফনের কাপড় পরে গণমিছিল কারিগরি শিক্ষার্থীদের      সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিল রাশিয়া      টালমাটাল নিত্যপণ্যের বাজার      
গ্রামবাংলা
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অধ্যক্ষ ও গৃহকর্মীর নামে মামলা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:০৯ পিএম  (ভিজিটর : ১৬২)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার গৃহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিক উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৪) নিজ বাড়ি থেকে দাদার বাড়ি যাচ্ছিল। পথে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলনের গৃহকর্মী ও একই গ্রামের মৃত ওসমান সরদারের ছেলে শফিউল ইসলাম (৩৮) তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে অধ্যক্ষের বাড়ির পাকাঘরে নিয়ে যায়।

সেখানে শফিউল ইসলাম ওই শিক্ষার্থীর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীটি কৌশলে তার মুখ থেকে হাত সরিয়ে চিৎকার দিলে আশপাশের বাড়ি থেকে লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে তার দাদি ও মায়ের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর শফিউল ইসলাম পালিয়ে যায়।

স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চললেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার মিজানুর রহমান মিলনের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় পরদিন ১৫ এপ্রিল ভুক্তভোগী ওই শিক্ষার্থী সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সরদার মিজানুর রহমান মিলন ও গৃহকর্মী শফিউল ইসলামকে আসামি করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। ইতোমধ্যে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
অনিয়মে নিমজ্জিত মেঘনা গ্রুপ
যুক্তরাষ্ট্রদোহী আন্দোলনে ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী
সুতার বাজার হারিয়ে দিশাহারা ভারত

সর্বাধিক পঠিত

স্কুলে শিক্ষক থাকলেও, শিক্ষার্থী কেবল কাগজে-কলমে
প্রভাবশালীরা গিলে খাচ্ছেন হাওরের জমি, হুমকির মুখে জীববৈচিত্র্য
বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে
টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা
‘দেশের জনগণ চায় আগে সংস্কার পরে নির্বাচন’

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close