পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিরো লাইনের পাশের জমিতে যায় রোহিঙ্গা নাগরিক নুরুল হক(৫০)। হঠাৎ বিকট শব্দ শুনে আহত অবস্থায় নুরুল হককে উদ্ধার করেন স্থানীয়রা। বিস্ফোরণে বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে বৃদ্ধ নুরুল হককে উদ্ধার করে কক্সবাজারের কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়।
আরো জানা যায়, আগে থেকেই মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সীমান্তের জিরো লাইনে বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত ব্যক্তি একজন রোহিঙ্গা নাগরিক।
কেকে/এমআই