নওগাঁয় আরএমটিপি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইফাদ ও ড্যানিডার অর্থায়নে এবং পিকেএসএফর কারিগরি সহযোগিতায় আরএমটিপি প্রকল্পটি নওগাঁয় বাস্তবায়িত হচ্ছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই নওগাঁর উপপরিচালক মোন্নাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পারিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, নওগাঁ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড. বায়োজিদ আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, আত্রাই উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, মৌসুমীর উপনির্বাহী পরিচালক এরফান আলী।
কেকে/এএস