জমিজমা সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে নাটোরের গুরুদাসপুরে প্রতিবেশিদের হামলায় খায়রুল আলম (২৭) নামের এক ব্যবসায়ীকে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। মারপিটের পর হামলা ও হুমকি ধামকির শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর সদরের খলিফাপাড়া মহল্লার নবীর উদ্দিন মৃধার ছেলে আতিকুর রহমান রানা (৪২) ও স্ত্রী রেহেনা বেগম (৬০) তাদের বসতবাড়ির সামনে মাফিউল ইসলাম অপুর সঙ্গে জায়গাজমি নিয়ে ধাক্কাধাক্কিসহ ঝগড়াঝাটি ও গালিগালাজ করতে থাকে।
এ সময় খায়রুল আলম তাদের উভয়পক্ষকে গালিগালাজ করতে নিষেধ করলে আতিকুর রানা দেশীয় অস্ত্র (চাকু) নিয়ে তার ওপর হামলা চালায়। এতে খায়রুলের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে ও ফেটে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল আলম বলেন, আমার বাড়ির পাশে আমি দাঁড়িয়ে ছিলাম। এ সময় পাশের বাড়ির নবীর উদ্দিন মৃধা ও অপুর মধ্যে জমিজমা নিয়ে ঝগড়া হচ্ছিল। পাশ থেকে উভয়পক্ষকে বিবাদে জড়াতে নিষেধ করলে উল্টো আমাকেই মারপিট করেছে।
নবীর উদ্দিন ও তার ছেলে-স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। এ ব্যাপারে জানতে অভিযুক্ত আতিকুর রহমান রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএস