বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, স্বৈরাচারী সরকার দেশের মানুষের নির্যাতন করতেন বলেই আজ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। বিগত ১৭টি বছর দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ইতিহাস বিকৃত করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে চলতে পারলে অনেক দূর এগিয়ে যাবে। এজন্য জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা করত হবে। তাকে অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। তিনি ছিলেন দেশের একজন প্রকৃত সংস্কারক।
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজি এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, পাবলিক প্রসিকিউটর পিপি মো. আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।
পরে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, খাতা, পেন্সিলসহ বিভিন্ন উপকরণ বিতরণকরণ।
কেকে/এএস