ঈশ্বরদীতে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতুড়ির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিপু সরদার (৩০) ওই এলাকার রিকাত সরদারের ছেলে।
জানা গেছে, দিপু কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এতে সে মানসিকভাবে অসুস্থ ছিল। মাঝে মাঝে পারিবারিক বিষয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ সৃষ্টি করত দিপু। বৃহস্পতিবার সকালে জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে বড় ভাই মনিরুল সরদারের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় দিপুর।
এক পর্যায়ে দিপু তার বড় ভাই মনিরুলকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল লোহার হাতুড়ি দিয়ে দিপুর মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দুজনকেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দিপুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠায় চিকিৎসক।
রাজশাহী নেওয়ার পথেই দিপুর মৃত্যু হয়। ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেকে/এএস