মানিকগঞ্জে প্রখ্যাত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে তাদের আদালতে হাজির করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামের মৃত শাহীন খান সৃজনের ছেলে খান মো. রাফি সৃজন (১৮), চান্দইর গ্রামের আমজাদ খানের ছেলে আল আমিন খান তমাল (২২), পাঞ্জনখাড়া গ্রামের মো. জামাল উদ্দিন আহমেদ তানিসের ছেলে মঈন উদ্দিন আহমেদ পিয়াস (২২), বড় ষাট্টার মৃত হায়াত আলীর ছেলে মো. বাবুল হোসেন (৬০), দক্ষিণ উথলীর মৃত মীর নাসির উদ্দিনের ছেলে মো. মীর মারুফ (২১), দক্ষিণ উথলীর সাইদুর রহমানের ছেলে মীর আমিনুর (২৬), শিবালয়ের অন্বয় পুরের মো. রায়হান মল্লিকের ছেলে মো. মোশারফ হোসেন (৪৮) এবং পূর্ব দাশড়ার সুনীল ঘোষের ছেলে সঞ্জিব ঘোষ (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযান চালিয়ে দুপুর নাগাদ তাদের আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে উপস্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযুক্তরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রার মোটিফ তৈরিকে কেন্দ্র করে শিল্পী মানবেন্দ্র ঘোষ হুমকির মুখে পড়েন। এই ঘটনার জের ধরেই গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় তার বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
কেকে/এএস