বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি শামীম (৩২) (কয়েদি নং-৪৩৭৭/২৩) পুলিশের সহায়তায় টঙ্গী থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহের কাউন্টার টেররিজম ইউনিট সদস্যরা।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর টঙ্গীর দত্তপাড়া বনমালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বনগাঁও গ্রামের শাহ আলীর ছেলে। তিনি ঝিনাইগাতী থানার ২০২৩ সালের একটি হত্যা মামলার আসামি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের মতো শেরপুর জেলা কারাগারেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। সেই সুযোগে জেল থেকে পালিয়ে যায় ৫ শতাধিক কয়েদি। এরপর কারাগারটি দীর্ঘ দিন বন্ধ থাকে।
সংস্কার শেষে সম্প্রতি কারাগারটি পুনরায় চালু করা হয়। সেই কারাগারের পলাতক আসামি শামীম কিছু দিন যাবৎ টঙ্গীতে আত্মগোপন করে ছিল। ময়মনসিংহ বিভাগের কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমানের নেতৃত্বে ও টঙ্গী পূর্ব থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, কারাগার থেকে পলাতক আসামি শামীমকে গ্রেফতার করা হয়। তাকে কাউন্টার টেররিজম ইউনিটের ময়মনসিংহ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএস