২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা দায়ের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচনের ফলাফল বাতিল এবং প্রকৃত বিজয়ীর স্বীকৃতির দাবিতে বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা করেন মুফতী ফয়জুল করীম।
বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বাদী হয়ে করা মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১২ জুন হামলা-মামলার মধ্যে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়। তারই একপর্যায়ে হাতপাখার প্রার্থীর ওপরে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়। সকল বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধোর করে বের করে দেয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, সারাদিন আতঙ্ক সৃষ্টি করে জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে ৮৭,৮০৮ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ৩৩,৮২৮ ভোট দেখিয়ে দ্বিতীয় দেখানো হয়। প্রকৃত পক্ষে শান্তিপূর্ণভাবে জনতা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো।
এই নির্বাচনী অনিয়ম ও জনতার ভোটাধিকার হরণের প্রতিকার চেয়ে প্রতিকার চেয়ে সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১ এর ৯১ বিধির বিধানের অধিনে ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ীকে জয়ী ঘোষণার আবেদন জানানো হয়েছে।
কেকে/এজে