প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৭:৩৬ পিএম (ভিজিটর : ১০০)

কৃষিজমি পরিদর্শনে বিএডিসি কর্তৃপক্ষ। ছবি : প্রতিনিধি
দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশের পর গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের গুলনি এলাকার পানি সংকট নিরসনে কৃষিজমি পরিদর্শন করেছেন সিলেট বিএডিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় গুলনি এলাকা পরিদর্শন ও এখানকার কৃষকদের সাথে কথা বলেন বিএডিসির সিলেট রিজিয়নের নির্বাহী প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুল হাসান ও সিলেট জোনের সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ইউনিটের উপ-সহকারী প্রকৌশী আব্দুল কুদ্দুছ ও ফতেপুর গুলনির কৃষক দিদারুল ইসলামসহ অন্যান্য কৃষকরা।
পরিদর্শন করে কর্মকর্তারা জানান, পানি সংকট নিরসনে প্রাথমিকভাবে পানির উৎস কোথা থেকে করতে হবে তার জন্য প্রাথমিক একটি পরিকল্পনা তৈরি করেছি। এখানকার কৃষকদের সাথে কথা বলে ছড়াসহ পানির আরও কিছু উৎসের খোঁজ পেয়েছি। এসব উৎস থেকে কিভাবে পানি উত্তোলন করে কৃষিকাজে ব্যবহার করা যায় তার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ৭ মার্চ দৈনিক খোলা কাগজ পত্রিকায় ‘পানি সংকটে ব্যাহত কৃষি বিপ্লব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি সিলেট জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি বিএডিসি কর্তৃপক্ষকে ডেকে সরেজমিনে পরিদর্শন ও একটি তদন্ত প্রতিবেদন তৈরি করে কৃষি বিপ্লবের লক্ষে গুলনি এলাকার পানি সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
কেকে/ এমএস