গাজীপুরের কাপাসিয়া বাজারের একটি বাণিজ্যিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫:৩০ মিনিটে কাপাসিয়া বাজারের লিপু স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বাজারে পাঁচ হাজারের বেশি দোকান রয়েছে বলে জানান বাজার ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার সজিব মিয়া খোলা কাগজকে জানান, ‘ইনস্পেকটর মাহফুজুর রহমান দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে রয়েছেন।’
কেকে/ এমএস