সিলেটের জকিগঞ্জে স্ত্রী তার প্রেমিকের সাথে পালিয়ে যাওয়াতে অভিমান করে মো. মোমিন আহমদ(৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মো. মোমিন আহমদ গ্রামের ফয়জুর রহমান ওরফে পাতাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মোমিন আহমদ দাম্পত্য জীবনে কলহের কারণে মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন। তার স্ত্রীও প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। এতে অভিমানে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ তার বসতঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মোমিনের স্ত্রী তার প্রেমিকের সাথে পালিয়ে যান। এই অভিমানে সবার অজান্তে বসতঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মোমিন। স্বজনেরা তার নিথর দেহ ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
কেকে/এজে