শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন      পেঁয়াজে পুরনো সিন্ডিকেট      রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত      অনিয়মে নিমজ্জিত মেঘনা গ্রুপ      যুক্তরাষ্ট্রদোহী আন্দোলনে ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী      সুতার বাজার হারিয়ে দিশাহারা ভারত       কাফনের কাপড় পরে গণমিছিল কারিগরি শিক্ষার্থীদের      
গ্রামবাংলা
সুন্দরগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৯:৩৬ পিএম  (ভিজিটর : ১৬৯)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশাসহ তিন নেতার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট চাঁদা দাবির অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশা, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজল হক এবং যুবনেতা আঙ্গুর মিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি কুচক্রী মহল সংবাদমাধ্যমে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালিয়েছে। তারা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, গত ২ এপ্রিল ঢাকার আশুলিয়া থানার পূর্ব নরসিংহপুর এলাকায় তানিয়া আক্তার মনি (২১) নামের এক নারী আত্মহত্যা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের আত্মীয় নুরুন্নবী মিয়ার বাড়িতে এনে দাফন করা হয়। কিছুদিন পর ওই আত্মীয় নুরুন্নবী মিয়া বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য উপস্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্যে দহবন্দ ইউনিয়ন বিএনপির নেতাদের জড়িয়ে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ সংবাদমাধ্যমে ছড়ান। বক্তারা এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং বলেন, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

তারা বলেন, দলের জনপ্রিয় নেতাদের হেয়প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই অপচেষ্টা চালানো হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন মিলন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজল হক, যুবনেতা আঙ্গুর মিয়া, গোলাম আজম ফুলসহ অন্যরা।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
শেরপুরের প্রানিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
ফতুল্লায় যুবককে গুলি করে হত্যায় প্রধান আসামী বাবু গ্রেফতার
পেঁয়াজে পুরনো সিন্ডিকেট
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ

সর্বাধিক পঠিত

প্রভাবশালীরা গিলে খাচ্ছেন হাওরের জমি, হুমকির মুখে জীববৈচিত্র্য
স্কুলে শিক্ষক থাকলেও, শিক্ষার্থী কেবল কাগজে-কলমে
বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে
ফতুল্লায় যুবককে গুলি করে হত্যায় প্রধান আসামী বাবু গ্রেফতার
টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close