নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় আমিশাপাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা বাজারের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা, এই অগ্নিকাণ্ডে বাজারের কয়েক ডজন দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১২:৩০ মিনিটে প্রথম আগুনের সূত্রপাত ঘটে ঈদগাহ রোড, উওর বাজার সিএনজি স্টান্ড এর একটি দোকানে থেকে, এরপর মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, বাজারে মদি দোকান, ঔষধ এর দোকান, কাঠের দোকান সহ বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠানের গোডাউন থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে।
খবর পেয়ে স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিসের ইউনিট একত্রে আগুন নেভানোর চেষ্টা করে, প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদগাহ থেকে সিএনজি স্টেশন পর্যন্ত অন্তত ২০টি দোকান ছিল। যার মধ্যে অধিকাংশই সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ ২ কোটি টাকারও বেশি। অনেকে তাদের দোকানের মালামাল সরাতে পারেননি, ফলে এক রাতেই নিঃস্ব হয়ে গেছেন বহু ব্যবসায়ী।
এই দুর্ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েছেন। একজন ব্যবসায়ী বলেন, এটাই ছিল আমার জীবনের সব সঞ্চয়। এখন আমি একেবারে ফকির।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সোনাইমুড়ী থানা ইনচার্জ মোরশেদ আলম, ঘটনাস্থল পরিদর্শন করেন, এ সময় তিনি সাংবাদিকদের জানান, আগুনের উৎস ও দায়ীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। এই ধরনের মর্মান্তিক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন
কেকে/এআর