নওগাঁর ধামইরহাটে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
‘শব্দ-বায়ু ও বর্জ্য দূষণ অকাল মৃত্যুর অন্যতম কারণ, দুষণমুক্ত পরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যে সবুজদেশ গড়ার অঙ্গীকারাবদ্ধ সংগঠন গ্রিন ভয়েসের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার ( ১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে সাংবাদিক হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের সভাপতি এস এম খেলাল ই রব্বানী।
সমাবেশে আরও অংশগ্রহণ করেন ধামইরহাট ফাজিল মাদ্রাসার শিক্ষক এনামুল হোসেন, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সাংবাদিক নাজমুল হক, রেজুয়ান আলম, মমিনুল, গোলজার হোসেন প্রমুখসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।
কেকে/ এএস