সোনারগাঁয়ে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মোঃ মীমরাজ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২:১৫ পিএম (ভিজিটর : ৫১)

ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) রাতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত হলো মুন্সিরগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে আব্দুল রশিদের ছেলে মামুন।
সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুর রহমান জানান, ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।তাদের মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এআর