প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২:৫০ পিএম (ভিজিটর : ৪১)
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় বালু নদের ওপর থাকা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার চনপাড়া এলাকায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় বক্তারা বলেন ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে রাজধানীর ডেমরা থেকে রূপগঞ্জের যোগাযোগ মাধ্যম হিসাবে চনপাড়ায় এলাকায় বালু নদের ওপরে সেতু নির্মাণ করা হয়। সেতুটি ২০১২ সাল থেকে প্রশাসন ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টাঙায় রূপগঞ্জ উপজেলা এলজিইডি।
তারপরও জীবন ঝুঁকি নিয়েই এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে। যেকোনো সময় ধ্বংসে পড়তে পারে। তাই অবিলম্বে পুরাতন সেতু ভেঙে দ্রুত নতুন করে সেতু নির্মাণের দাবি জানান তারা।