যশোরের কেশবপুরে বহুল প্রত্যাশিত পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন কেশবপুরের সুযোগ্য পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কেশবপুরের পুরাতন গরু হাটায় পৌর সুপার মার্কেট নির্মানের ৬তলা ফাউন্ডেশনের ৩তলা ভবনের উদ্বোধন করা হয়। আই ইউ জি আইপি প্রকল্পের কাজের ব্যায় ৮কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি শরিফ নেওয়াজ, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কেশবপুর পৌর সভার প্রধান নির্বাহী এম এম নুর মোহম্মদ, ইউনিসিপাল শহিদুল ইসলাম, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী, কুতুব উদ্দিন বিশ্বাস, জামায়াত নেতা তবিবুর রহমান, জাকির হোসেন প্রমুখ।
এ ছাড়াও কেশবপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীমহল উপস্থিত ছিলেন।