দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে থাকা কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, কুমিল্লার মনোহরপুরে অবস্থিত আনুমানিক ৩৮ লাখ টাকা মূল্যমানের ১৫ শতক জমি এবং ১৬ কোটি টাকা মূল্যমানের একটি বাড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাহার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা মোট ২৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
এর আগে, ২০২৩ সালের ১১ নভেম্বর বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, কন্যা তাহসীন বাহার সূচনা ও আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
পরবর্তীতে, চলতি বছরের ৩ মার্চ তাহসীন বাহার সূচনার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত, যেগুলোর মোট জমা ছিল ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা। একই সঙ্গে, ৩২ লাখ টাকা মূল্যমানের জমি এবং ১৪৭৪ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটও জব্দ করা হয়।
এ ছাড়া ১১ মার্চ ঢাকার উত্তরায় বাহার ও তার স্ত্রীর নামে থাকা দুটি ফ্ল্যাটও জব্দের আওতায় আনা হয়। পাশাপাশি তাদের নামে থাকা ব্যাংকের চারটি হিসাব থেকে মোট ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে এসব সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে মিলছে না বলেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
কেকে/এএস