ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েল বাহিনীর বর্বরচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মণপুর, ভরতপুর ও কুমারেশ্বরপুর সর্বস্তরের জনগণ।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা বিএলকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল ভরতপুর, লক্ষ্মণপুর ও কুমারেশ্বরপুর গ্রামে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএলকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মাওলানা ফজলুর রহমান, খালেক মেম্বার, আব্দুল কুদ্দুস ভাসানী, মাওলানা মোস্তফা জামান, ছাত্রনেতা তারেক হোসেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।
এ সময় বক্তারা বলেন, গাজায় গণহত্যার দৃশ্য দেখার পর থেকে তারা স্থির থাকতে পারছেন না। একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।
কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। তারা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান।
কেকে/এএস