শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      রাষ্ট্রের গুণগত মৌলিক পরিবর্তনে জনগণের অধিকার রক্ষা করবে: নাহিদ      হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন      পেঁয়াজে পুরনো সিন্ডিকেট      রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত      অনিয়মে নিমজ্জিত মেঘনা গ্রুপ      যুক্তরাষ্ট্রদোহী আন্দোলনে ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী      
গ্রামবাংলা
স্কুলে শিক্ষক থাকলেও, শিক্ষার্থী কেবল কাগজে-কলমে
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৪১ পিএম  (ভিজিটর : ৩২৪)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

কাগজ-কলমে শিক্ষার্থী থাকলেও, বাস্তবে চিত্র ভিন্ন। স্কুলে শিক্ষক থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি নগন্য। অলস সময় কাটে শিক্ষকদের। এমনি এক শিক্ষাপ্রতিষ্ঠানের দেখা মেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৯৬ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। এরপর ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। বিদ্যালয়ের তথ্য মতে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫০ জন এবং ১৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছে।

তবে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কাগজ-কলমে ১৫০ জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে এর চিত্র ভিন্ন। বিদ্যালয়টির একটি পাঁকা ভবন ও অন্যটি টিনশেড ভবন। প্রতিটি ভবনেই রয়েছে ক্লাসরুম। সবগুলো শ্রেণি কক্ষেই ২ থেকে ৫ জন করে শিক্ষার্থী উপস্থিতি দেখা যায়। ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত মোট ১৭ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায়। শুধু অফিস কক্ষে কয়েকজন শিক্ষককে বসে থাকতে দেখা যায়। এই চিত্র প্রতিকার্য দিবসের।

সম্প্রতি বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক আবদুল করিম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন এতে বলা হয়, দীর্ঘদিন যাবৎ কাম্য সংখ্যক শিক্ষার্থী ও জমি না থাকায় বহিরাগত শিক্ষার্থী দিয়ে খাতা পত্র ঠিক রেখে পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি। নীতিমালা মোতাবেক .৫০ শতক অখন্ড জমির প্রয়োজন। কিন্তু বর্তমানে বিদ্যালয়ের নামে অখন্ড .২৫ শতক জমি রয়েছে। যা এমপিও নীতিমালা-২০২১ বহির্ভূত।

ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে মাধ্যমিকের স্বীকৃতির জন্য কাম্য সংখ্যক শিক্ষার্থী ও জমি না থাকা স্বত্বেও মোটা অংকের উৎকোচ দিয়ে মাধ্যমিক স্তরের স্বীকৃতি নিয়ে আসে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত শিক্ষার্থী উপস্থিত থাকে মাত্র ১২ থেকে ১৫ জন। বহিরাগত শিক্ষার্থী দিয়ে ৯ম -১০ম শ্রেণির রেজি: করে পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়। প্রতিষ্ঠানে বর্তমানে ১৫ জন শিক্ষক/কর্মচারী কর্মরত আছে। যাদের প্রতিষ্ঠান সরকারী অংশের বেতন ভাতাদী প্রদান করা ২,০০০০০ (দুই লক্ষ টাকা)। যা সরকারের আর্থিক ক্ষতির কারণ বলে অভিযোগে বলা হয়।

উপস্থিতি কম কেন এ বিষয়ে প্রশ্ন করলে নয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন বলেন, কোন সময় কম শিক্ষার্থী উপস্থিত হয় আবার কোন সময় বেশি উপস্থিত হয় বলে দায় এড়িয়ে যান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির বলেন, আমি এ সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, অভিযোগ পেলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  স্কুল   শিক্ষক   শিক্ষার্থী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়
শিগগির প্রাথমিকে বড় নিয়োগ হবে: গণশিক্ষা উপদেষ্টা
কালীগঞ্জে কুকুরের কামড়ে এক সপ্তাহে আহত অর্ধশতাধিক
নালিতাবাড়ীর বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারিসহ গ্রেফতার ২
কুমিল্লায় নারী উদ্যোক্তা নিয়ে হেয়ার অ্যাডভান্স ট্রেনিং অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

প্রভাবশালীরা গিলে খাচ্ছেন হাওরের জমি, হুমকির মুখে জীববৈচিত্র্য
ফতুল্লায় যুবককে গুলি করে হত্যায় প্রধান আসামী বাবু গ্রেফতার
সিমেবি’র ভিসিকে বেতনবঞ্চিতদের ৪৮ ঘন্টার আলটিমেটাম
চুয়াডাঙ্গার জীবননগরে অনার্স পড়ুয়া কিশোরীর আত্মহত্যা
সুতার বাজার হারিয়ে দিশাহারা ভারত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close