স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করে আসামীদের হুমকিতে ছেলে-মেয়ে নিয়ে স্বামীর বাড়ী ছেড়ে বাবার বাড়ীতে বসবাস করছেন স্ত্রী। হুমকিতে ছেলে-মেয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে। সঠিক তদন্ততের মাধ্যমে হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আদালতে দ্রুত প্রতিবেদন দেওয়ার দাবি জানান বাদী।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে খোলা কাগজকে নিহত আকরাম হোসেনের স্ত্রী রিমা আক্তার এসব কথা বলেন।
নিহত আকরাম হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলী পলাশ গ্রামের আলা উদ্দিনের ছেলে।
সংসারে স্বচ্ছলতা ফেরানের জন্য আকরাম হোসেন দীর্ঘদিন যাবত প্রবাস জীবন যাপন করেছেন। তিনি গ্রামের বাড়ী কাপাসিয়ার নলী পলাশ গ্রামে জমি কিনে বাড়ী নির্মাণ করে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে বসবাস করছিলেন।
রিমা আক্তার বলেন, ২০২৪ সালের ৯ নভেম্বর তার স্বামী রাত ৯ টায় বাড়ীর পাশে কিত্তনখোলা বিলে মাছ ধরার জন্য পাতানো জাল দেখতে যায়। রাত গভীর হলেও তিনি বাড়ীতে না আসায় ভাসুর দেলোয়ার (৫০) এবং চাচা শ্বশুর সফিকুল (৬৫) আমার স্বামীকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে পায়নি। পরদিন ১০ নভেম্বর সকাল ১০ টায় খবর পাই আমার স্বামীর লাশ বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বরুন বিলে ইসমাইলের ক্ষেতে পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ দেখতে পাই।
স্ত্রী দাবী করেন, তার স্বামীর মৃত্যু রহস্যজনক। তার সঙ্গে পাশের বরুন গ্রামের সিরাজ উদ্দিন, রাজু এবং ইসমাইলের জমি সংক্রান্ত মতবিরোধ ছিল। সিরাজ উদ্দিনের পরিকল্পনায় রাজু, ইসমাইল এবং তাদের সহযোগীরা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। রাতের আঁধারে হত্যা করে লাশ জমিতে পুঁতে রাখে আসামীরা। মাদ্রাসা পড়ুয়া বড় মেয়ে আমাকে প্রশ্ন করে-বাবার হত্যাকারীরা জনসম্মুখে এখনো কীভাবে ঘোরাফেরা করছে। তাদের অব্যাহত হুমকিতে আমি সন্তানদের নিয়ে ভয়ে আছি এবং তাদেরকে নিয়ে ছয় মাস যাবত স্বামীর বাড়ী ছেড়ে বাবার বাড়ীতে থাকতে হচ্ছে। ছেলে-মেয়েরা ভয়ে স্কুল, মাদ্রাসায় যেতে পারছে না। তাদের লেখাপড়া বন্ধ হওয়ার পথে।
আসামী নূরুল ইসলাম বলেন, আকরাম হোসেনের বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণ করার সময় এক হাত ছেড়ে দিয়ে প্রাচীর নির্মাণ করার জন্য বলেছিলাম। সে কথা শুনেনি। পরে শুনেছি, সে জমিতে মাছ ধরার জন্য গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আমাদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।
মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন খোলা কাগজকে বলেন, নিহত আকরাম হোসেনের স্ত্রীর দায়ের করা মামলাটি চলমান রয়েছে। আসামিরা গাজীপুরের বিজ্ঞ আদালত থেকে জামিনে রয়েছেন। তদন্ত সাপেক্ষে যত দ্রুত সম্ভব আদালতে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) জমা দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ নভেম্বর বাড়ীর পাশে কিত্তনখোলা বিলে মাছ ধরার জন্য পাতানো জাল দেখতে যায় আকরাম হোসেন। পরদিন সকাল ১০ টায় বরুন বিলে ইসমাইলের ক্ষেতে পোঁতা অবস্থায় তার লাশ পাওযা যায়।
এ ঘটনায় পরে মামলা হয়েছে। মামলায় আসামীরা হলো, বরুন গ্রামের সিরাজ উদ্দিন (৬৫), রাজু (৪৫) এবং ইসমাইল (৫৫), আজিজুল ইসলাম (৪০), রাজুর ছেলে শারিকুল (৩৫), ভবনেরচালা গ্রামের আতিকুল ইসলাম আতিক (৪৫), নলী পলাশ গ্রামের নূরুল ইসলাম (৫৪) এবং শৈলন্দ্র চন্দ্র মল্লিক (২৮)।
কেকে/ এমএস