বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের যেহেতু নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় তাই রাজনৈতিক দলসমূহের সাথে তাদের বিরোধের কোন অবকাশ নেই। রাজনৈতিক দলসমূহের সাথে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক বোঝাপড়া থাকলে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংকট থাকার কথা নয়।’
শুক্রবার (১৮ এপ্রিল) নারায়নগঞ্জ জেলা কার্যালয়ে পার্টির জেলা কমিটির বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া বাড়িয়ে সংস্কার ও নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।
সাইফুল হক বলেন, ‘চোরাগোপ্তা কায়দায় ঝটিকা মিছিলের চেষ্টা করে পতিত ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসনের অবকাশ নেই। গণঅভ্যুত্থানের আটমাস পার হলেও এখনও দেশবাসীর কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি, তাদের কোনো আত্মসমালোচনাও দেখা যায়নি।’
পার্টির নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, হেলিম সরদার, সুমন হাওলাদার প্রমুখ
সভায় বহ্নিশিখা জামালী বলেন, হঠাৎ করে সয়াবিন ও পিঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবন কষ্টকর হয়ে উঠেছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধিতে মানুষ নাকাল। তিনি অবিলম্বে খাদ্যপন্যের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।
কেকে/ এমএস