পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের পর জঙ্গল থেকে নাহিদ হাসান (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে স্বজনদের দাবি তাকে হত্যার পর জঙ্গলে ফেলে রাখা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় ভাঙ্গুড়া পল্লী বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র সংলগ্ন রেল লাইনের উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার নাহিদ তার বড় বোনকে ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে এসে নিখোঁজ হয় সে।
নিহত নাহিদ উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের খানপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। সে মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
নাহিদের ফুফা বলেন, বোনকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার পর নিখোঁজ হয় নাহিদ। তাকে হত্যার পর জঙ্গলে ফেলে রাখা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিকালে স্থানীয় লোকজন রেল লাইনের নিচে জঙ্গলের ভেতর মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল রাতে নিহতের বাবা থানায় একটি মিসিং ডায়েরি করেন।
কেকে/ এমএস