মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানীচর গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে বাড়ি মালিক জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হোসেন্দী ইউনিয়নের ইসমানীচর গ্রামের ফরায়েজী পাড়া এলাকার বাসিন্দা উজ্জ্বল তার পরিবারের সদস্যদের নিয়ে তার বোনের বাড়িতে বেড়াতে যান। রাতে সেখানে অবস্থান করে শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি বাড়িতে ফিরে দেখেন আলমারি এবং শোকেসের তালাভাঙ্গা, জিনিসপত্র ঘরের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। টিনসেড ঘরটির একপাশের জানালা ভেঙে ও টিন কেটে কেটে সঙ্গবদ্ধ চোরচক্র ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার-সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী উজ্জ্বল বলেন, পরিবার নিয়ে বৃহস্পতিবার বোনের বাসায় বেড়াতে গিয়ে বৃষ্টিপাতের কারণে আমরা সেখানে আটকা পড়ি। শুক্রবার সন্ধ্যায় বাসায় এসে দেখি স্টিলের আলমারি এবং শোকেসের তালা ভাঙ্গা। তালা ভেঙে নগদ টাকা স্বর্ণালংকার-সহ ঘরের মূল্যবান মালামাল সবকিছু চুরি করে নিয়ে গেছে। মনে হচ্ছে বৃহস্পতিবার রাতের কোন এক সময় চোরচক্র এই ঘটনা ঘটিয়েছে।
বিষয়টি সম্পর্কে হোসেন্দী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কিরন সর্দার বলেন, খবর পেয়ে শুক্রবার রাত ৯ টার দিকে আমি উজ্জ্বলের বাড়িতে যাই। শুনলাম নগদ ২০-২৫ হাজার টাকা,দেড় ভরির মত স্বর্ণালংকার ও কিছু মালামাল চুরি হয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে তারা আসছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি।
কেকে/ এমএস