নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে পাভেল নামের এক যুবককে গুলি করে হত্যায় অভিযুক্ত প্রধান আসামী মায়সার আহমেদ বাবুকে (২৯) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১।
মায়সার আহমেদ বাবু কাশীপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।
এ নিয়ে এ হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার হলো। এর আগে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে আরেক অভিযুক্ত জুবায়ের আহমেদকে (২৮) গ্রেফতার করে।
র্যাব-১১ এর অপারেশন অফিসার মো. গোলাম মোর্শেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মায়াস আহমেদ বাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাবুকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ ভোরে ফতুল্লার কাশীপুরে তুচ্ছ ঘটনায় পাভেলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা নুরী বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কেকে/এআর