রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের মোট সংখ্যা ১৮৭২টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৯৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫১ জন শিক্ষার্থী।
এদিকে, এ' ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।
কলা অনুষদ
এ অনুষদে ১২টি বিভাগের অধীনে রয়েছে মোট ৮৮৬টি আসন। এর মধ্যে দর্শন- ১১০, ইতিহাস- ১০০, ইংরেজি- ৯০, বাংলা- ৮০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১০০, আরবি- ১১০, ইসলামিক স্টাডিজ- ১০০, নাট্যকলা- ১৫, সংগীত- ৩০, ফারসি ও ভাষা সাহিত্য- ৫৫, সংস্কৃত- ৫৬ এবং উর্দু বিভাগে ৪০টি আসন রয়েছে। এ বছরে ইসলামিক স্টাডিজ বিভাগে ১০টি আসন কমানো হয়েছে এবং ফারসি ও ভাষা সাহিত্য বিভাগে ১০ আসন বাড়ানো হয়েছে। চারুকলা অনুষদের তিন বিভাগের অধীনে রয়েছে ১২০টি আসন। এর মধ্যে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র- ৪৫, মৃৎশিল্প ও ভাস্কর্য- ৩০ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৪৫টি আসন রয়েছে। এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউড (আইইআর)- ৫০টি আসন রয়েছে।
আইন অনুষদ
এই অনুষদের দুইটি বিভাগের অধীনে রয়েছে ১৬০টি আসন। এর মধ্যে আইন বিভাগে আসন রয়েছে ১১০ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি আসন রয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদ
এই অনুষদের ১০টি বিভাগের অধীনে রয়েছে মোট ৬৫৬টি আসন। এর মধ্যে অর্থনীতি- ১০০, রাষ্ট্রবিজ্ঞান- ৯০, সমাজকর্ম- ৭০, সমাজবিজ্ঞান- ৮০, গণযোগাযোগ ও সাংবাদিকতা- ৪০, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট- ৬৬, লোক প্রশাসন- ৫০, নৃবিজ্ঞান- ৫০, ফোকলোর- ৭০ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪০টি আসন রয়েছে। এ বছরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০টি আসন কমানো হয়েছে এবং ফোকলোর বিভাগে ১০ আসন বাড়ানো হয়েছে।
চারুকলা অনুষদ
এই অনুষদের তিন বিভাগের অধীনে রয়েছে ১২০টি আসন। এর মধ্যে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র- ৪৫, মৃৎশিল্প ও ভাস্কর্য- ৩০ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৪৫টি আসন রয়েছে।
আইইআর
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউড (আইইআর)- ৫০টি আসন রয়েছে।
এবার সব ইউনিটের পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর হবে। এ বছর পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি। সেগুলো হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
এর আগে, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
সরেজমিনে দেখা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল ১০টার কিছু আগে থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে দেওয়া হয়নি।
এদিকে, পরীক্ষায় যেকোনো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান।
তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭০ জন ট্রাফিক সদস্য, ১৫০ জন পুলিশ সদস্য, ৩০ জন গোয়েন্দা পুলিশ ও বিএনসিসি ও স্কাউটের ২০০ জন সদস্য কাজ করছেন। তাছাড়া ভ্রাম্যমান টয়লেটের এবং অ্যাম্বুলেন্সসহ ফার্স্ট এইডের ব্যবস্থা রাখা হয়েছে।
এ সময় খাবারের সমস্যা যেন না হয়, সে জন্য প্রক্টররা টহল দেবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামী ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। এ বছর ভর্তি পরীক্ষা রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর এই চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে।
কেকে/এআর