সিরাজগঞ্জের তাড়াশে রাশিদুল ইসলাম (৪০) নামের এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী এলাকার একটি সড়কের পাশে ঝোপ থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাশিদুল ইসলাম তাড়াশ পৌর সদরের ওয়াবদা বাঁধ এলাকার আব্দুল কাদের তুফানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক।
নিহতের মা আকলিমা খাতুন ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল থেকে রাশিদুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার সকালে বাড়ির অদূরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী এলাকার একটি ঝোপে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
কেকে/এএম