কুমিল্লায় ব্রাইট জার্নি বিউটি কেয়ার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক আফরোজা আক্তারের আয়োজনে মাস্টার ট্রেইনার হেয়ার অ্যান্ড স্কিন স্পেশালিস্ট নুরুন্নাহার সীমা হেয়ার ক্লাস অ্যাডভান্স মাস্টার ট্রেনিং প্রদান করেন।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দিনব্যাপী কুমিল্লার টমছম ব্রিজ হোটেল গ্র্যান্ড ক্যাসেল কনভেনশন হলে হেয়ার ক্লাস অ্যাডভান্স মাস্টার ট্রেনিং আয়োজন করা হয়।
কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুর জেলা থেকে ৫০ জন নারী উদ্যোক্তা এ ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন।
এ সময় উদ্যোক্তাদের হেয়ার কাটিং হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কালার ও হেয়ার রিবন্ডিং এর বিষয়ে ট্রেনিং প্রদান করা হয়। ট্রেনিং শেষে ৫০ জন নারী উদ্যোক্তাকে সার্টিফিকেট প্রদান করা হয়।
ব্রাইট জার্নি বিউটি কেয়ার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক আফরোজা আক্তার বলেন, আজ ৫০ জন নারীর উদ্যোক্তা নিয়ে হেয়ার ট্রিটমেন্টের ওপর একটি ট্রেনিং আয়োজন করেছি। আমি চাই কুমিল্লার নারীরা এবং কুমিল্লা জেলার বাহিরের নারীরা স্বাবলম্বী হোক। নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।
মাস্টার ট্রেইনার হেয়ার এন্ড স্কিন স্পেশালিস্ট নুরুন্নাহার সীমা বলেন, আমি আজ অবাক হয়েছি যে, পাঁচটি জেলা থেকে নারীরা এসেছে কিছু শিখার জন্য। আমি আয়োজক আফরোজ আপুকে ধন্যবাদ জানাই নারী উদ্যোক্তাদের একত্রিত করে ট্রেনিংয়ের আয়োজন করার জন্য। নারীরা এগিয়ে যাবে এটাই আমার চাওয়া।
কেকে/এজে