কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের অভিযানে ভুয়া নৌবাহিনীর সদস্য পরিচয়দানকারী এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দম্পতি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্য পরিচয় দিয়ে নানা ধরণের অপকর্ম করে আসছিল।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে চকরিয়া পৌরশহরের আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কিশোরগঞ্জের তারাইল উপজেলা তাইনজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের পুত্র মোহাম্মদ মিজান (৩৬) ও পটুয়াখালী সদরের ৬ নম্বর ওয়ার্ডের তিতাস সিনেমা মোড়ের ঝাউতলা রোড় এলাকার মৃত নাছির উদ্দিনের মেয়ে ও মোহাম্মদ মিজানের দ্বিতীয় স্ত্রী মৌসুমী বেগম প্রকাশ মৌ (২৭)।
থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগে ঝিনাইদহ সদর, রাজবাড়ি সদর, মাদারীপুর শিবচর, পাবনা সদর, কুষ্টিয়া সদর ও কিশোরগঞ্জ তারাইল থানাসহ ৬টি মামলা রয়েছে। তারা ইতোপূর্বে বিভিন্ন স্থান হতে ক্যামেরা ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগের সত্যতাও স্বীকার করেন। শুধু তাই নয়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাহিনী সদস্য ও সংস্থার সদস্য পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিল।
এদিকে, শনিবার সকাল ১১টায় চকরিয়া থানার হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিষয় তুলে ধরেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রকিব উর রাজা।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দম্পতি নৌবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে বিভিন্ন ফটোগ্রাফির দোকান থেকে ক্যামেরা ভাড়া নিতেন। পরে ক্যামেরাগুলো বিক্রি করে দিয়ে অন্যত্রে চলে যান। তারা দীর্ঘ সময় ধরে এ কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, শুক্রবার রাত ১টার দিকে চকরিয়া পৌরশহরের আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট নামক একটি ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেয়। ওইসময় তাদের কথাবার্তা সন্দেহজনক হলে দোকানের মালিক পুলিশকে খবর দেন।
পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১টি কালো রঙের এন্টিনাবিহীন মটোরোলা ওয়াকিটকি ওয়ারলেস সেট ও পিবিআই এর মনোগ্রাম স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করা হয়েছে।
কেকে/এএম