হবিগঞ্জের চুনারুঘাটে দিনে দুপুরে বাঁশ কাটার জেরে কাপড় ব্যবসায়ী আব্দুল হাইকে (৬০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা গাজীপুর ইউয়িনের ডুলনা গ্রামে এঘটনা ঘটে।
নিহত কাপড় ব্যবসায়ী আব্দুল হাই জারুলিয়া গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র। তিনি জারুলিয়া বাজারে দীর্ঘ ৪০ বছর ধরের কাপড়ের ব্যবসা করেন।
খবর পেয়ে পুলিশ বিকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাই প্রায় ১৫ বছর আগে তার মামা শ্বশুর আ. আওয়ালের কাছ থেকে ৫২ শতক জমি ক্রয় করে সেখানে বাঁশ রোপণ করে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু আব্দুল আওয়ালের সৎ ভাই সহ গংরা সেই জমির ওপর নিজেদের মালিকানা দাবি করে আসছিলেন। পরবর্তীতে এই জায়গা বুঝিয়ে দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দীর্ঘদিন শালিস বিচারের পর শনিবার দুপুরে আব্দুল হাই সেখানে বাশঁ কাটতে যান।
ঘটনাস্থলে ডুলনায় যাওয়ার পর সেখানে পূর্ব থেকে থাকা মাতাব্বর হোসেন (৩৪), কাপ্তান মিয়া (৩৮), রানু বেগম (২৮), কাজল ও মিনারা খাতুর (৫০) সহ কয়েকজন বাধা দেন। এনিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে আব্দুল হাইকে ধারালো অস্ত্র দিয়ে কাপ্তান মিয়া ও মিনারা খাতুন আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান।
এবিষয়ে গাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, তাদের দুপক্ষের মধ্যে জমি পূর্ব বিরোধ ছিল। আজকে বাশঁ কাটা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকান্ডর সুষ্ঠ বিচার হোক।
নিহতর ছোটভাই আব্দুল হেকিম বলেন, আমার ভাইকে নিরীহ পেয়ে তারা নিশংসভাবে কুপিয়ে হত্যা করেছে কাপ্তানসহ তার লোকজন। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. নুর আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় আব্দুল হাই নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
কেকে/ এমএস