শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেঙ্গপুর ইউনিয়নে এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফতেঙ্গপুর ইউনিয়নের মজিদ মিরের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, নড়িয়া উপজেলার ফতেঙ্গপুর ইউনিয়নের নগর গ্রামের কালু ঢালীর ছেলে জুয়েল ঢালী (২৫) ও আকশা একই গ্রামের আবু বক্কর মেলকারের ছেলে সিয়াম মেলকার (২২) স্থানীয় এসএসসি পরীক্ষার্থী (পাপড়ি আক্তারকে) উত্ত্যক্ত করে। এ সময় পাপড়ির বাবা মো. বাচ্চু হাওলাদার তার মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে জুয়েল ও সিয়াম তাকে মারধর করে।
পর দিন শুক্রবার (১৮ এপ্রিল) বাচ্চু হাওলাদার নড়িয়া থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত জুয়েল ঢালী ও সিয়াম মেলকারকে গ্রেফতার করে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৬ (১) ধারায় মামলা গ্রহণ করে। মোবাইল কোর্টের বিচারিক কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ গঠন করে তা তাদের পড়ে শোনান। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেন এবং দুই সাক্ষীর উপস্থিতিতে তাদের স্বাক্ষর নেওয়া হয়।
অভিযুক্তদের দোষ স্বীকারের প্রেক্ষিতে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৭ (২) ধারা ও দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা অনুযায়ী তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নড়িয়া উপজেলা ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন যে, আসামিদের শরীয়তপুর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করতে হয়েছেন।
কেকে/এএম