জয়পুরহাটের কালাই উপজেলায় নতুন ও পুরাতন হাজিদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় আঁওড়া গ্রামের বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আলহাজ্ব আঃ মান্নানের চাতালে হাজী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে মক্কা মদিনা জিয়ারত স্বরণে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৬শতাধিক হাজী অংশগ্রহণ করেন।
আলহাজ্ব সেকেন্দার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর সরকারি কলেজের অধ্যাপক মওলানা মাহফুজুর রহমান, হাজী ফাউন্ডেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মুনসুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, আলহাজ্ব মওলানা আঃ রহমান, আলহাজ্ব মাজেদ আলী ও আলহাজ্ব আব্দুল মান্নান মন্ডল প্রমুখ।
কেকে/এমআই