বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনও বিকল্প নাই। ইট ক্যান নট বি ইম্পোজড। আপনি আমার ওপরে চাপিয়ে দেবেন, তা দেওয়া যাবে না।
শনিবার (১৯ এপ্রিল) এক আলোচনা অনুষ্ঠানে দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, একটা কথা জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনও বিকল্প নাই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যান নট বি ইম্পোজড। আপনি আমার ওপরে চাপিয়ে দেবেন, তা দেওয়া যাবে না।
‘গণতন্ত্র চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলো খোলা রাখতে হবে। এই আশা রেখে আবারও বলতে চাই—সেই বিহঙ্গের মতো একদিন না একদিন তীরে এসে পৌঁছাবোই।’
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে মির্জা ফখরুল বলেন, আমি প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, তিনি দায়িত্ব নিয়েছেন, আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন।
‘আসুন, আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেরাই নিজেদের সাহায্য করে, আমরা সামনের দিকে এগিয়ে যাই।’
তিনি বলেন, এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কী হবে শেষ পর্যন্ত?
ফখরুল বলেন, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। কারণ আমরা বাংলাদেশের মানুষেরা চিরকাল ভালোর জন্যে সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং জয়ী হয়েছি। বিশেষ করে আমাদের তরুণরা, আমাদের ছেলেরা আজকে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সব তাদের জন্যে। দেখুন, ৫২ থেকে ২৪ পর্যন্ত সব আন্দোলনে তরুণরা ভ্যানগার্ডের ভূমিকা পালন করছেন, সেখানেই আমাদের শক্তি সেই প্রান্তিক মানুষগুলো।
কেকে/এজে