রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       আগামী নির্বাচন ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা       ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      
রাজধানী
রাজউক চেয়ারম্যানের হুঁশিয়ারি
ইমারত নির্মাণে ব্যত্যয় হলে সংযোগ বিচ্ছিন্ন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০৩ পিএম  (ভিজিটর : ৬৫)
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ‘নির্মাণাধীন ভবনে কোনো ব্যত্যয় ঘটান চলবে না। সব নির্মাণ কার্যক্রম হতে হবে নকশা অনুযায়ী। রাজউক জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো ভবন নকশাবহির্ভূত হলে সেই ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এমনকি জেনারেটর ব্যবহার করলেও তা জব্দ করা হবে এবং প্রয়োজনে নকশা বাতিলও করা হতে পারে।’

শনিবার (১৯ এপ্রিল) পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুল ও কলেজে ঢাকার ঘনবসতিপূর্ণ পূর্ব রাজাবাজার এলাকায় রাস্তা প্রশস্তকরণ ও ইমারত নির্মাণে আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি উপস্থিত এলাকাবাসীর সঙ্গে খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করেন এবং নগর উন্নয়নে তাদের মতামত ও সহযোগিতা কামনা করেন। এ ছাড়া তিনি নির্মাণ বিধিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং চলমান ও ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান। 

মতবিনিময় সভায় পূর্ব রাজাবাজার এলাকার রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর অভিমত গ্রহণ, রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ থেকে বিরত করার নির্দেশনা এবং ইমারত নির্মাণ বিধিমালা অবহিতকরণ- এ বিষয়গুলোয় বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাজউকের পক্ষ থেকে অবহিত করা হয় যে, ড্যাপ অনুযায়ী যতটুকু রাস্তা আছে সে অনুসারে রাস্তা প্রসস্ত করতে হবে, ব্যত্যয়কৃত ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে ডিপিডিসি, তিতাস গ্যাস ও ওয়াসা রাজউকের সঙ্গে সহযোগিতা করবে বলে অবহিত করেন। 

সভায় রাজউক চেয়ারম্যান বলেন, ‘নির্মাণাধীন ভবনে কোনো ব্যত্যয় ঘটানো চলবে না। সব নির্মাণ কার্যক্রম নকশা অনুযায়ী হতে হবে। যে কোনো ব্যত্যয় পাওয়া গেলে ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এক্ষেত্রে রাজউক জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর জেনারেটর ব্যবহার করলে, জেনারেটর জব্দ করা হবে। প্রয়োজনে ভবনের নকশা বাতিল করতেও রাজউক প্রস্তুত। ৩৩৮২টি নির্মাণাধীন ভবন চিহ্নিত করা হয়েছে যেগুলোতে ব্যত্যয় রয়েছে। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের শহিদ মুগ্ধ, আবু সাঈদদের চেতনাকে বুকে ধারণ করে আমরা এখানে এসেছি। তাদের এ আত্মত্যাগ মনে রেখে আমরা নিয়ম মেনে চলব।’ 

মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘তিলোত্তমা ঢাকা না গড়ে শুরুতে বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয় আমরা নিচ্ছি। অন্যের ব্যত্যয়ের উদাহরণ না দেখিয়ে নিজে নিয়ম মেনে ভবন নির্মাণ করলে অন্যরাও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত হবে।’ 

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, ‘রাস্তা প্রশস্তকরণ এবং জনগণকে ইমারত নির্মাণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ আজকের সভার উদ্দেশ্য। গত কয়েক দশক ধরে ঢাকায় মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ভবন বেড়েছে, কিন্তু স্যুয়ারেজ বাড়েনি। নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায়নি। এর প্রধান কারণ অপরিকল্পিত ভবন নির্মাণ। এর জন্য জনগণকে সচেতন হতে হবে। অন্যথায় বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব হবে না।’

সভায় উপস্থিত রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদ বলেন, ‘ভবনগুলোতে নির্মাণকালে ব্যত্যয় হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। এ ছাড়া এমম নিয়ম করা হচ্ছে যাতে রাজউক অনুমোদন দিলে ডিপিডিসি বা অন্যরা সংযোগ দিবে, অন্যথায় নয়। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ঝামেলাহীন ভবন রেখে যেতে চাই যেন তাদের হয়রানির শিকার না হতে হয়। এর পূর্বে পরিদর্শনকালে ব্যত্যয়কৃত কিছু ভবনে লাল কালির দাগ দেওয়া হয়েছে, ভবন মালিকদের বলা হয়েছে অপসারণ করে নিতে। তারা সেটা না করলে রাজউক থেকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এলাকাবাসীর পক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং ২৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, ২৭ নং ওয়ার্ডের রাস্তাগুলো বড় করার প্রয়োজনীয়তা অনুভব করে রাজউকের চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। তিনি বলেন, ভালো কোনো কাজ করতে গেছে কারো না কারো কিছু সাফার করতে হয়। বৃহত্তর স্বার্থে যদি আমরা সেগুলো মেনে নিই, তাহলে এই মহতী উদ্যোগ সফল হবে। তিনি যে নির্দেশনা দিবেন এবং আমিও একমত হয়ে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করব। 

মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসীদের একজন বলেন, গত ৪০ বছরেও এমন কোনো সভা বা মতবিনিময় সভা এলাকাবাসী দেখেনি। এর জন্য তারা রাজউককে সাধুবাদ জানান। এ ছাড়া তারা রাজউকসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।  

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. মনিরুল হক, সংশ্লিষ্ট জোনের পরিচালকসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, ডিপিডিসি, তিতাস, ঢাকা ওয়াসার প্রতিনিধিরা, এলাকাবাসীদের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ইমারত নির্মাণ   সংযোগ বিচ্ছিন্ন   রাজউক চেয়ারম্যান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুরের মধ্যে পুরুষ লেমুর উদ্ধার
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক আটক ৩
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
ইমারত নির্মাণে ব্যত্যয় হলে সংযোগ বিচ্ছিন্ন

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
টঙ্গীতে দুই শিশু হত্যায় গ্রেফতার মা
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
সালথায় যুবকের লাশ উদ্ধার
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close