চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট এলাকায় চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার মৃত. মিন্টু মিয়ার ছেলে।
নিহতের মামাতো ভাই বিদ্যুত হোসেন জানান, মিনাল মানসিকভাবে অসুস্থ থাকায় বাড়ি থেকে তেমন বের হতেন না। শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে ঘোড়ামারায় রেললাইনের ওপর বেড়াতে যায়। কিছুক্ষণ পর খবর আসে মিনাল ট্রেনে কেটে মারা গেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ বসু জানান, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতের কারণে এ তরুণের মৃত্যু হয়েছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এঘটনায় কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
কেকে/ এমএস