শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ধামরাইয়ে স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে হত্যা      এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন       রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট      ঝিনাইদহে শীর্ষ চরমপন্থী নেতাসহ ৩ জনকে গুলি করে হত্যা      দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে      তিন বিভাগে ৩ দিন বজ্রবৃষ্টির আভাস      খিলগাঁওয়ে স-মিলে আগুন      
জাতীয়
শেখ মুজিবই কারচুপির নির্বাচন শুরু করেছিলেন: মাহমুদুর রহমান
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৪:৪৫ পিএম  (ভিজিটর : ১৬৬)
গোলটেবিল বৈঠকে কথা বলছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।ছবি:খোলা কাগজ

গোলটেবিল বৈঠকে কথা বলছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।ছবি:খোলা কাগজ

১৯৭৩ সালের নির্বাচনের মধ্য দিয়ে শেখ মুজিবই কারচুপির নির্বাচন শুরু করেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত 'সংবিধান অনুলিখন না সংশোধন' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন,এই সংবিধান গত ৫৩ বছরে শেখ মুজিবের বাকশাল দিয়েছে। শেখ মুজিবের স্বৈরাচার, একদলীয় শাসন দিয়েছে। ১৯৭৩ সালের নির্বাচনের মধ্য দিয়ে কারচুপি নির্বাচনের শুরু করেন শেখ মুজিব। 

তিনি বলেন, শেখ মুজিব ও শেখ হাসিনার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই।শেখ মুজিব সাড়ে ৩ বছর একদলীয় শাসন করেছেন। শেখ হাসিনা ১৫ বছরে ফ্যাসিস্ট হয়েছিলেন।আর শেখ মুজিব যদি ১৫ বছর দেশ চালাতেন তাহলে হাসিনার থেকে আরও বড় ফ্যাসিস্ট হতেন।

একের পর এক ভুয়া নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দেশে স্বৈরশাসন কায়েম করেছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, এর পুনরাবৃত্তি যাতে আর না হয় সেজন্য জনগণকেও সতর্ক থাকতে হবে।

মাহমুদুর রহমান বলেন, এই সংবিধান একটি পরিবারের পক্ষের দলিল। এই সংবিধান শুধু একটি পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। এই সংবিধানে বলা হয়েছে এই সংবিধান অপরিবর্তনীয়। এই সংবিধানে বলা হয়েছে প্রধানমন্ত্রী সারাজীবন ক্ষমতায় থাকবে। তার মানে বাংলাদেশে তার পিতা শেখ মুজিব যেমন ৭২সালে বাকশাল কায়েম করেছিল তেমনি তার কন্যাও এই সংবিধান অনুযায়ী অঘোষিত বাকশাল কায়েম করেছিল।

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান বলেন, যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেই দিনই সংবিধান নষ্ট হয়ে গেছে। একজন রাষ্ট্রপতি যখন বলে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, আবার পরবর্তীতে তিনি বলেন, তার পদত্যাগ পত্র তার কাছে নাই বা তিনি পান নাই । যে এত বড় মিথ্যা কথা বলতে পারে তাহলে সে সংবিধান লংঙ্ঘন করেছেন এবং তার শপথ ভঙ্গ করেছেন। ওই চেয়ারে তার থাকার আর কোন বৈধতা নেই।

সাবেক বিচারপতি এএফএম আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাড আবেদ রেজা, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাড শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক সুপ্রিম কোর্টের রেজিস্টার ও জেলা জজ ইফতেদার আহমেদ প্রমুখ।

কেকে/এইচএস
আরও সংবাদ   বিষয়:  শেখ মুজিবই কারচুপি নির্বাচনের শুরু করেছে   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধামরাইয়ে স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে হত্যা
এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ঝিনাইদহে শীর্ষ চরমপন্থী নেতাসহ ৩ জনকে গুলি করে হত্যা
বাংলার মাটিতে ফ্যাসিস্টদের জায়গা হবে না: অধ্যক্ষ মুন্তাজ আলী সরকার

সর্বাধিক পঠিত

শহিদ দিবসের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
টঙ্গীতে গ্রাহকের টাকা নিয়ে উধাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ
পরকীয়ার জেরেই স্বামী সন্তানের হাতে বলি স্কুলশিক্ষিকা মিলি

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝