রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ      এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন      গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       
খোলাকাগজ স্পেশাল
এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন
শিপার মাহমুদ
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ১২:২০ পিএম আপডেট: ২০.০৪.২০২৫ ১২:৩০ পিএম  (ভিজিটর : ৮১)
ছবি: খোলা কাগজ ই-পেপার থেকে

ছবি: খোলা কাগজ ই-পেপার থেকে

জুলাই গণঅভুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মকাণ্ড ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে এনসিপির ছত্রছায়ায় পুনর্বাসিত হচ্ছে পতিত আওয়ামী লীগ। আর এ অভিযোগ তুলেছেন খোদ সংগঠনটির যুগ্ম মুখ্য সমন্বয়ক এম রাফিদ ভূইয়া। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ অভিযোগ তোলেন তিনি। এর পরদিনই (শনিবার) তিনি এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। যদিও পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।

এসব অভিযোগের বিষয়ে এনসিপির অন্য নেতারা বলছেন, যারা এসব কথা বলছেন, তারাই মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া রাফিদের বিষয়টি ভুল বোঝাবুঝি, এটা সমাধান হয়ে গেছে। রাফিদ পদত্যাগ করতেছেন না বলেও জানান সংগঠনটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তবে এম রাফিদ ভূইয়া জানিয়েছেন, তিনি  পদত্যাগের সিদ্ধান্তে অনড় অবস্থানে আছেন।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দেন রাফিদ। পোস্টে তিনি লেখেন, ‘এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত ৩ মাস ধরে কাজ করা হইছে। এই মিছিলগুলা যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করছি। রাতের আঁধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা, উত্তরার কোথায় থাকে, ফান্ডিং কে দেয় সব বের করছি। কিন্তু ওদের এগেইনস্টে (বিপক্ষে) কিছু করা যায় নাই। প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার।’

রফিদ আরো লিখেছেন, ‘তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ না করতে পারে সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা (একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট) অ্যাকটিভলি কাজ করছে। লোকাল ছাপড়িদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে। ওই টাকা আবার রবিনহুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘গতকাল ওই ছাপড়ি গ্যাংয়ের একজন এক ব্যবসায়ীকে অপহরণ করে ধরা পড়ার পর ঠিকই তদবির করতে দুই নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিছে বাগছাসের এক নেতা।’ 
রাফিদ লেখেন, এটাই বাস্তব। ‘রাজনীতি করতে টাকা লাগবে’, ‘এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে’, ‘আরে ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন’ বলে আওয়ামীদের সেইভ দেওয়া হবে যাতে মিছিল লম্বা হয়।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মো. কায়কোবাদ। তিনি বলেন, ‘যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা যদি সুন্দর নির্বাচন চায়, আমি নিজেই স্টেজে তাদের জায়গা করে দেব। কিন্তু আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে। ছাত্ররা আমাদের তাজ। কিন্তু কিছু ছাত্র নামধারী আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায়।’

গতকাল শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরের হায়দারাবাদ সামসুল হক কলেজের খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারীরা আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পোড়াতে চেয়েছিল।’ এসময় ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনের সঙ্গে তারা (এনসিপি) জোট বেঁধেছে বলেও মন্তব্য করেন তিনি। 

আওয়ামী লীগ পুনর্বাসনে নিয়ে রাফিদের ফেসবুক পোস্ট বিষয়ে দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আব্দুল হান্নান মাসউদ খোলা কাগজকে বলেন, ‘বিষয়টি আমি এখনো ভালোভাবে জানি না। আর স্যোশাল মিডিয়ায় দেওয়া পোস্টটি সম্পর্কেও আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে আমরা দলের পক্ষ থেকে ওনার (রাফিদ) কাছে জবারদিহিতা চাইবো। উনি কিসের ভিত্তিতে এসব বলছে তা যদি প্রমাণিত হয়, আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।

জুলাই গণঅভুত্থানের হত্যা মামলার আসামি প্রমি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে সংগঠনটির নেতা সারজিস আলমের প্রোগ্রাম ও ছবি ভাইরালের বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এরকমটা অবশ্যই অনুচিত এবং অন্যায়। তবে এটা নিয়ে ওনাকে (সারজিস আলম) প্রশ্ন করতে পারেন, উনি ভালো জবাব দিতে পারবেন।

বিএনপিসহ অনেকেই আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুলছে। এ ব্যাপারটি কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, যারা এসব বলছে, যারা এসব কথা বলছে, তারাই মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন। আর সাদা জামায় একটু দাগ লাগলেও সবার চোখে পড়ে। আর ময়লা জামায় যতই ময়লা থাকুক সেটা কেউই দেখে না।

এ বিষয়ে কথা হলে সদ্য পদত্যাগ করা সংগঠনটির যুগ্ম মুখ্য সমন্বয়ক এম রাফিদ ভূইয়া খোলা কাগজকে বলেন, পদত্যাগের সঙ্গে ফেসবুক পোস্টের কোনো সম্পৃক্ততা নেই। যদি মিছিলটা আরো পরে হইতো, তাহলে এই পোস্টাও আরো পরেই দেওয়া হতো।

সংগঠনটির নেতারা আওয়ামী পুনর্বাসনে করছে এমন অভিযোগ তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সংগঠনের কোনো ব্যক্তির নাম উল্লেখ করেনি। তবে আপনারা সাংবাদিক, এটা আপনার তদন্ত করে বাকিটা বের করেন। 

পদত্যাগের বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল এবং এটি সমাধান হয়ে গেছে সংগঠনটির পক্ষ থেকে করা এ দাবি কতটুকু সত্য এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, পদত্যাগপত্র জমা দিয়েছি। এটা গ্রহণ হয়েছে কিনা হয়নি তা আমাকে জানানো হয়নি। তবে আমি আমার পদত্যাগের সিদ্ধান্তে অনড়।

এছাড়াও এসব বিষয়ে কথা বলতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে কথা বলতে মোবাইলফোনে কল দিয়ে ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে কোম্পানির গাড়িতে ডাকাতি
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
কূটনৈতিক বাকযুদ্ধে বাংলাদেশ-ভারত

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সালথায় যুবকের লাশ উদ্ধার
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close