হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি ব্রিজ এলাকায় কোম্পানির গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দল কোম্পানির কর্মীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ বানিয়াচং সড়কের রত্না ও শুটকি এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ডাকাতের কবলে পড়া সাকিবকে নিয়ে সড়কে চলাচলরত এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমের নিজস্ব’ ফেসবুক’ থেকে ঘটনাটি লাইভের মাধ্যমে তুলে ধরেন। মুহূর্তের মধ্যে লাইভের ভিডিওটি ছড়িয়ে পড়লে ডাকাতির ঘটনাটি আধঘণ্টা পর প্রকাশ পায়।
ভিডিও থেকে জানা যায়, এই সড়ক দিয়ে ৩ যুবক মোটরসাইকেল যোগে বানিয়াচং থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন।
তারা যাওয়ার পথে উল্লিখিত স্থানটি পেরিয়ে গিয়ে পুনঃরায় ফিরে আসেন ডাকাতের কবলে পড়া যুবকটির কাছে। তারপর যুবকটির কাছ থেকে ডাকাতির ঘটনা শুনামাত্র সহযোগিতা করার উদ্দেশ্যে বিষয়টি লাইভের মাধ্যমে তুলে থানা পুলিশকেও অবহিত করেন।
ডাকাতদের কবলে পড়া যুবক সাকিব (২৫) চুনারুঘাট উপজেলার বাসিন্দা। সাকিব জানান, নিজ উপজেলার একটি কোম্পানির মালামাল ডেলিভারির কাজে নিয়োজিত ছিলাম। এই ধারাবাহিকতায় কোম্পানির একটি মিশুক গাড়িযোগে জেলার বানিয়াচং আজমিরীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় মালামাল ডেলিভারি দিতেন।
শনিবার সকালে চুনারুঘাট থেকে মিশুক গাড়িযোগে বানিয়াচং আসেন এবং বিভিন্ন হাট-বাজারে কোম্পানির মালামাল ডেলিভারি করে নগদ কেশ ৪০/৪৫ হাজার টাকা পরিমাণ নিয়ে নিজ উপজেলা চুনারুঘাট ফিরছিলেন।
তার মিশুক গাড়িটি উল্লিখিত স্থানে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি এসে গাড়িটির গতিরোধ করে একদল ডাকাত। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে তার এন্ড্রয়েট মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে গাড়িটি ভাঙচুর করে গাড়ির তারগুলো ছিঁড়ে ফেলে দিয়ে যায়।
ডাকাতরা হবিগঞ্জের দিকে পালিয়ে যায় বলে জানায় সাকিব। এই ডাকাতি সংঘটিত হওয়ার আধঘণ্টা ধরে উভয় দিকে যানবাহন চলাচল করলেও তাকে কেউ সহযোগিতা করেননি। চলাচলরত যানবাহন আটকাতে সিগন্যাল দিলেও কেউই গাড়ি থামান নাই।
ঘটনার আধঘণ্টা পর ওই সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে যাতায়াতকারী ৩ যুবকের নজরে পড়লে তারা তাকে সহযোগিতা করেছেন বলে জানায় সাকিব। এই ৩ যুবক বানিয়াচং থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে তারাও উল্লিখিত স্থানটি ওভারটেক করে চলে গিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর পুনঃরায় তারা ফিরে আসেন। এ সময় ডাকাতের কবলে পড়া যুবক শাকিবের ঘটনাটি শুনে সহযোগিতার উদ্দেশ্যে তাদের ফেসবুক আইডি থেকে লাইভ করেন।
বিষয়টি তাৎক্ষণিক সাড়া পড়ে গেলে ডাকাতির ঘটনাটি জানাজানি হয়। তখন ডাকাতির ঘটনাটি বানিয়াচং থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করেন। মুহূর্তের মধ্যে ভিডিওর মাধ্যমে ডাকাতি হওয়ার ঘটনাটি জানাজানি হলে সড়ক দিয়ে চলাচলরত সাধারণ যানবাহন এর যাত্রী সাধারণ ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং আহত সাকিবকে গাড়িসহ উদ্ধার করেছে বলে জানা যায়। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, এখনি বলা যাচ্ছে না এটি ডাকাতি নাকি অন্য কিছু। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এএস