প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পদ্দার বলেন, বিদ্যালয়ের ছোট ছোট সোনা মণিদের সুশৃঙ্খল অ্যাসেম্বলি, কো-কারিকুলাম এক্টিভিটিসহ বিদ্যালয়ের নানাবিধ কার্যক্রম আমার অনেক ভালো লাগছে বিশেষ করে শিক্ষার্থীদের কণ্ঠে গাওয়া শালিখার থিম সং শুনে আমি মুগ্ধ হয়েছি।
রোববার (২০ এপ্রিল) সকালে শালিখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পদ্দার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি-৪ মো. আতিকুর রহমান, প্রথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক ড. শফিকুর রহমান, মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আকতার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শালিখা উপজেলা শাখার আহ্বায়ক মুন্সি আনিচুর রহমান মিলটন, মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেটসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় উপদেষ্টাকে অভ্যার্থনা জানান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অ্যাসেম্বেলিতে অংশ নেন উপদেষ্টাসহ অতিথিবৃন্দ। অ্যাসেম্বলি শেষে বিদ্যালয়ের সততা স্টোর, মানবতার দেওয়াল, গেমিং কর্নার পরিদর্শনপূর্বক শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন তারা।
কেকে/এএস