বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য শাখা সভাপতি ইবনে সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
শাখা সেক্রেটারি নূরে আলম ও বায়তুলমাল সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হাসানুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক আ. খ ম ইউনুস, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল্লাহ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা বিলাল আহমদ চৌধুরী, লেখক, গবেষক ও বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতিবিদ ও লেকচারার মোহাইমিন পাটওয়ারি ও ঢাকার ঐতিহ্যবাহী বিনত বিবি সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি শহিদুর রহমান মাহমুদাবাদী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, প্রাক্তন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মোহসিন উদ্দিন মাহমুদ, অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, অফিস ও ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, শিশু-কিশোর সংগঠন অংকুরের নির্বাহী সম্পাদক কাজী আরিফুর রহমান, ছাত্র মজলিস প্রাক্তন পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মুফতি শেখ সাব্বির আহমদ, খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি এ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি এ. বি. এম শহিদুল ইসলাম।
এছাড়াও ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ শাহাবুদ্দিন, দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমেদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুশফিকুস সালেহীন, ঢাকা কলেজ সভাপতি সামিউল হাসান রনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরী, গাজীপুর মহানগরী ও নারায়ণগঞ্জ মহানগরীর বর্তমান ও প্রাক্তন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এমআই