চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকবৃন্দ তাদের ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেছেন।
প্রধান উপদেষ্টা মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা গত ২৮ জানুয়ারি ২০২৫ ইং সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
দেশের ক্লান্তিলগ্নে জাতীর মহাসংকটে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় দেশের সব মানুষের শান্তি ফিরে এসেছে। আন্দোলনকারী শিক্ষকবৃন্দরা বলেন, বিশেষ করে বৈষম্যের শিকার শিক্ষকদের দাবি পূরণের আশার আলো সঞ্চয় হয়েছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৮ জানুয়ারি ২০২৫ইং মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবি ঘোষণা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষকদের ৬ দফা দাবিসমূহ হলো। ১. ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা রিচার্স ইনস্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন, ২. স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করা, ৩. রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, ৪. স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদনকরণ, ৫. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থাকরণ, ৬. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রাক-ইবতেদায়ি শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থাকরণ।
কেকে/এএস