রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ আহমেদের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাজুড়ে বইছে শোকের মাতম, একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা-মা।
ঘটনার খবর শুনে সকালে কুয়েত থেকে বাড়ি ফেরেন পারভেজের বাবা জসিম উদ্দিন। তিনি বলেন, সন্তান হারানোর শোক আমি সহ্য করতে পারছি না। আমার ছেলে তো কোনো অপরাধ করেনি। তুচ্ছ ঘটনায় তাকে খুন করা হয়েছে। আমি এর ন্যায়বিচার চাই, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মা পারভীন আক্তার কান্নায় ভেঙে পড়েন ছেলের শেষ ভিডিও কলে কথা বলার স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, শেষবার ছেলের মুখে মা ডাক শুনেছিলাম, আর একবার যদি সেই ডাকটা শুনতে পারতাম...
স্থানীয়রাও এই নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। এলাকাবাসীর মতে, পারভেজ ছিল সবার প্রিয়, শান্ত স্বভাবের একজন মেধাবি ছাত্র।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী পারভেজকে শনিবার (১৯ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে বনানী থানায় মামলা দায়ের করেন পারভেজের পরিবার।
কেকে/এএম