নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের গুরুত্ব তুলে ধরতে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক আলোচনা সভা।
শনিবার (১৯ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর আয়োজনে এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহায়তায় খাড়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, সাংবাদিক, বিদেশফেরত অভিবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানব পাচারের ঝুঁকি, অনিয়মিত অভিবাসনের পরিণতি এবং বিদেশে কর্মজীবনের প্রস্তুতির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, নিরাপদ অভিবাসনের জন্য সঠিক তথ্য ও প্রস্তুতি অপরিহার্য। বিদেশ যাওয়ার আগে দক্ষতা অর্জন, সরকারের অনুমোদিত চ্যানেলের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা এবং দালালের খপ্পরে না পড়ার বিষয়ে সচেতন থাকার ওপর জোর দেন তারা।
বক্তারা আরও বলেন, অভিবাসন শুধু একটি অর্থনৈতিক সুযোগ নয়, এটি একজন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—যা নিতে হবে সচেতনভাবে।
সভাটি পরিচালনা করেন ইএসডিও’র ঢাকা জেলা ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, জনসচেতনতা বাড়াতে এবং নিরাপদ অভিবাসনের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য যথেষ্ট উপকারী এবং ভবিষ্যতে তারা আরও সচেতনভাবে বিদেশ গমনের পরিকল্পনা করতে পারবেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে অভিবাসন হয়ে উঠবে আরও নিরাপদ, সম্মানজনক এবং টেকসই।
কেকে/এজে