মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেড থেকে পড়ে এক নৌযান শ্রমিক নিখোঁজ রয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে অন্য একটি বাল্কহেডের ধাক্কায় পানিতে পড়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ নৌযান শ্রমিকের নাম আতাবর (৬৫)। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নৌযান শ্রমিক নূর ইসলাম বলেন, আমরা এসএম এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডে কাজ করি। মালামাল খালাস করে আমরা গজারিয়া উপজেলার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেডটি নোঙ্গর করে রেখেছিলাম। বিকাল পাঁচটার দিকে আমি এবং আতাবর বাল্কহেডের ডেকের ওপরে দাঁড়িয়ে ছিলাম। এ সময় পাথর বোঝাই তোহা এন্টারপ্রাইজ নামে অপর একটি বাল্কহেড পেছন থেকে আমাদের বাল্কহেডটিকে ধাক্কা দিলে আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পানিতে নেমে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া না যাওয়ায় বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আমরা নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করি। ডুবুরি দল নামিয়ে খোঁজাখুঁজি করতে হবে যেটা রাতে সম্ভব নয়। আগামীকাল সকালে ডুবুরি দল আসলে আমরা চেষ্টা করব।
বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, রোববার সন্ধ্যার দিকে আমরা এরকম একটি খবর পাই। নিখোঁজ নৌযান শ্রমিকের এখনো পর্যন্ত সন্ধ্যান পাওয়া যায়নি।
কেকে/এজে