আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ফেরার ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ফিরে গেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম। ঝড়ো ব্যাটিংয়ের চেষ্টা করেন তিনি।
বাংলাদেশের হয়ে ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান করেছে। ক্রিজে আছেন ওপেনার সৌম্য সরকার ও তিনে নামা নাজমুল শান্ত। ওপেনার তানজিদ তামিম ১৭ বলে তিন চার ও এক ছক্কায় ২২ রান করে আউট হয়েছেন।
বাংলাদেশ এই ম্যাচে ইনজুরিতে পড়া মুশফিকুর রহিমের জায়গায় জাকের আলীকে একাদশে নিয়েছে। রিশাদ হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম গজনফর, নানগেয়ালিয়া খারোটে, ফজল হক ফারুকি।
কেকে/এমআই