গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা জেরে সিজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া রেলওয়ে কলোনি বস্তিতে এই ঘটনা ঘটে।
নিহত সিজন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কান্দি পাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের দাবি, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় ইমন নামে এক যুবকের সাথে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় পশ্চিম পাড়া এলাকায় জনৈক ফারুকের দোকানে চা খাচ্ছিল সিজন। এ সময় ইমন ও তার সহযোগীরা সিজনকে দোকান থেকে ডেকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। আইন গত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।
কেকে/এআর